যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:০০:৪৫,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৩০ বার পঠিত
যশোরের সদর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার উপজেলার দেয়াড়া ইউনিয়নে দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান জানান। নিহত শাহীন হোসেন (২৮) ওই গ্রামের মশিউর রহমানের ছেলে।
শাহীনের বাবা বলেন, সকালে শাহীন দুর্গাপুর মাঠে ডিপটিউবলের পানি দেওয়ার জন্য যায়। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।