স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে প্রাইভেটকার চালক গ্রেপ্তার
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:০০:০৯,অপরাহ্ন ০৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৭৯ বার পঠিতধর্ষণের অভিযোগে মাহির আহমদ (২২) নামে এক প্রাইভেট কারচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাহির উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাহিরের বিরুদ্ধে গত রোববার (৪ আগস্ট) উপজেলার এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ রয়েছে। এই ঘটনায় ওই ছাত্রীর পিতা গত মঙ্গলবার (৬ আগস্ট) অভিযুক্তের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদার শুক্রবার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’