লেবাননে ঈদ উপলক্ষে প্রবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২৩,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৫৯ বার পঠিত
হেলাল আহমদ লেবানন থেকে: ঈদে লেবানন প্রবাসীদের বার্তি আনন্দ দিতে, আলামিন মোল্লা ও আরিফুল ইসলামের আয়োজনে লেবাননে দাহিয়ার একটি মাঠে ঈদ উল-আজহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অংশ্রহন করে শিয়া স্পোর্টিং ক্লাব বনাম বিএল স্পোর্টিং ক্লাব।
শুধুমাত্র প্রবাসীদের আনন্দ দিতে এই আয়োজন করা হয় বলে জানান আয়োজক বৃন্দ।
এই আয়োজনকে স্বাগত জানান কমিউনিটি নেতৃবৃন্দ, তারা মনে করেন এরকম আয়োজন নিয়মিত হলে প্রবাসীরা ছুটির দিনে বিভিন্ন অপকর্ম থেকে বিরত থাকবে। খেলায় ১-১ গোলে ড্র হলে পেনাল্টিতে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় বিএল স্পোর্টিং ক্লাব। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লেবানন যুবলীগের সভাপতি শুভ মুন্সি, প্রধান অতিথি ছিলেন লেবানন আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সি।
বিশেষ অতিথি ছিলেন, সোহেল আহমেদ পলাশ, সুজন মিয়া, মেহদী হাসান, নাজমূল ভূইয়া, আমিনুল ইসলাম রানা, জুয়েল রানা, রবিউল সানি, খোকা বাবু, মাসুম আলী সহ অনেকে।