বিয়ের নৌকা ডুবে নিহত ২

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৪১:৫৫,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৯৮ বার পঠিত
ফাইল ছবি
যমুনা নদীতে বরযাত্রীবাহী একটি নৌকা ডুবে দুইজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।
বুধবার দুপুরে উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম সিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বিয়ের বরযাত্রীবাহী একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী তিনি জানান,
নৌকাটি সিন্নার চর এলাকায় পৌঁছালে যমুনার প্রবল স্রোতের তোড়ে ডুবে যায়। এতে ৮ বরযাত্রী নিখোঁজ হন। পরে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। অন্যদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে।