গার্মেন্ট কর্মী আত্মহত্যা
![](https://timesylhet.com/files/uploads/2019/07/reporterpic.png)
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৪৭:৪০,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৩ বার পঠিত
গার্মেন্ট কর্মী আশুলিয়ায় শ্রীমতি রানি (২৭) নামে আত্মহত্যা করেছেন।
বুধবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকার সাধু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী জানান, ঈদের ছুটিতে রানিকে (স্ত্রী) গ্রামের বাড়ি যাওয়ার কথা থাকলেও টাকার অভাবে এবার যেতে পারেনি। এ নিয়ে রানি অভিমান করেছিল।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।