স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার ২ আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:০৮:৫৪,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
ভোলায় সদরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার দুই আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
১৩ আগস্ট মঙ্গলবার রাত আড়াইটার দিকে দক্ষিণ রাজাপুরের জনতা বাজার এলাকায় গোলাগুলিতে তারা নিহত হন।
ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহম্মেদের ছেলে আল আমিন (২৭) ও কামাল মিস্ত্রির ছেলে মঞ্জুর আলম (২৫)।
রোববার সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া দুই বোন প্রতিবেশী এক নারীর কাছে হাতে মেহেদি রাঙাতে গেলে তাদের একজনকে কৌশলে ডেকে নিয়ে দুইজন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। হচ্ছে।
জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের বলেন, রাতে মেঘনা তীরে দুই দল জলদস্যু গোলাগুলি করছে বলে খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়।
“জলদস্যুরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশ আত্বরক্ষার্থে পাল্টা গুলি করে। পরে সেখানে দুটি লাশ পাওয়া গেছে। লাশ দুটি হাসপাতালে নেয়ার পর শনাক্ত হয় তারা হলেন ধর্ষণ মামলার আসামি আমিন ও মঞ্জুর।”
তাদের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামালা রয়েছে বলে জানিয়েছেন ওসি ছগির।