দুই বাসের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৫১:১৩,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৯ বার পঠিত
দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন বগুড়ার শাজাহানপুরে । আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- খায়রুল আলম যাদু (৫৫) ও তার স্ত্রী রানু বেগম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে মিনতী (৪০), সুলতানা (৪৫), সাব্বির (৩২) এবং এইচএসসি ১ম বর্ষের ছাত্র মিরাজ ও ৪র্থ শ্রেণি পড়ুয়া মেয়ে জান্নাতী খাতুন রয়েছেন বলে জানা গেছে। অপর আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত খায়রুল আলম যাদুর ছেলে আহত মিরাজ জানায়, তার মা রানু বেগম ঢাকার কেরানীগঞ্জ তেলখানা এলাকায় আইডিয়াল প্রিপারেটরি স্কুলে শিক্ষকতা করেন। ঈদের ছুটি শেষে সবাই বাড়ি ফিরছিলেন তারা।