ট্রাকচাপায় মারা গেল তিনজন যাত্রী
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:০৩:৫৫,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিত
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে আচমিতা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, জাহিদুল, তোফাজ্জল ও উমর ফারুক।
জানা জায় , কিশোরগঞ্জের চামড়াবন্দর থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা ভৈরব যাচ্ছিল। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে ভিটিপাড়া এলাকায় পৌঁছালে আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হন। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে ৪ জনকে কটিয়াদী ও তিনজনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।