ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ২

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:৪৩:২৭,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১১ বার পঠিত
যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দুপুরে ঢাকা-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- জায়েদ (৬) ও সিরাজুল ইসলাম (৪৫)। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়েছেন বলেও জানান ওসি ইমরাত।