মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:৫০:১০,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২২ বার পঠিত
মোটরসাইকেলের ধাক্কায় ফরিদপুরে আব্দুস ছাত্তার মোল্লা (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বাবুরচর-চন্দ্রপাড়া আঞ্চলিক সড়কের কাচারীডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক দেলোয়ার তালুকদার আহত হয়েছেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান জানান, আব্দুস ছাত্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।