মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল বাসচাপায়
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:২৫:৫০,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯০ বার পঠিত
শ্যামগঞ্জ-বিরিশিরি সড়েকের নেত্রকোণার পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকায় বাসচাপায় রতন খাঁ (৪০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে রতন খাঁ তার চাচাত ভাই রমজান খাঁকে নিয়ে পূর্বধলা বাজার থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ সময় শ্যামগঞ্জ বিরিশিরি সড়েকের আতকাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সুলতান পরিবহনের একটি যাত্রীবাসী বাস (ঢাকা মেট্রো-গ-১১-১৮১৪) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক রতন খাঁ নিহত হন।