পুকুরে মিলল জামাইয়ের লাশ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৩৪:২৫,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৩ বার পঠিতশ্বশুরবাড়ির পাশে একটি পুকুর থেকে রাসেল মিয়া (২৫) এক যুবকের জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মিজান চৌধুরীর ছেলে।
জানা জায়, রাসেলের শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ নিয়ে বৃহস্পতিবার সালিশি সভা হলেও কোনো মিমাংসা হয়নি। রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। সকালে তার শ্বশুরবাড়ির পাশে একটি পুকুর থেকে মরদেহটি পাওয়া যায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের স্ত্রী ফাতেমা, ফাতেমার বাবা ওয়াদুদ মিয়া, ভাই রুবেল ও বড় ভাইয়ের স্ত্রী রহিমা আক্তারকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।