নোয়াখালীতে তিনজন মিলে ধর্ষণ করলো কিশোরীকে
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:১৫,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯৬ বার পঠিত
সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
১৪ আগষ্ট বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের বরইতলা এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। নির্যাতিতা ওই কিশোরী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নির্যাতিতা ওই কিশোরী জানান, সন্ধ্যায় বাড়ি থেকে তার ভাগনিকে নিয়ে বোনের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে খালপাড় এলাকায় চারজন তার পথরোধ করে এবং তার মুখ চেপে ধরে তাকে পার্শ্ববর্তী একটি খামার বাড়িতে নিয়ে গিয়ে তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে পেলে। পরে তাকে তার বোনসহ লোকজন উদ্ধার করে।
চরজব্বার থানা পুলিশের ওসি মো. সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। তারপরও তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করে থানায় আনা হয়েছে।