বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:২৯:২১,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৬২ বার পঠিত
কুমিল্লার লালমাই উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন।১৮ আগস্ট রোববার দুপুর সোয়া ১২টার
দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই জন শিশু।
তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে যাওয়া একটি মাইক্রোবাসকে অতিক্রম করার
সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়।