অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত আহত ১৪

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৪৬:২২,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮৭ বার পঠিত
রোববার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিডওয়ের রেস্তোরাঁর সামনে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
নিহত আব্দুল মান্নান বান্দরবানের লামা উপজেলার আজিজনগর সন্দ্বীপ পাড়ার বাসিন্দা।
আহতরা হলেন- মো. কাউছার (২৪), মানিক মিয়া (৬০), তার স্ত্রী বিবি ফাতেমা (৫০), আব্দুল মালেক (৬০), তার মেয়ে রুম্পা (২০) ও মাসুমা (১৭), একই এলাকার নুরুল কবির (৩৪)।
মো. ফরিদের ছেলে শাহাবউদ্দিন (২১), মো. লোকমান (১৮), মো. ইয়াছিন (৪০), তার স্ত্রী সোমা আক্তার (৩০), কাজের মেয়ে ইসমত (১০) ও অটোরিকশা যাত্রী মো. রাশেদ (২০), মো. মামুন (২২)।
জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনপুকুর এলাকায় কক্সবাজারগামী প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ ১২-৯৮০৯) এর সঙ্গে লোহাগাড়া বটতলী স্টেশনগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী আব্দুল মান্নান মারা যান। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।