চুয়াডাঙ্গায় মহিষের শিংয়ের আঘাতে প্রাণ গেল বৃদ্ধের
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৪১:১৮,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২৭ বার পঠিত
মহিষের শিংয়ের আঘাতে শহিদুল ইসলাম (৬৫) নামে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট সোমবার বিকেল ৩টার দিকে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে শহিদুল ইসলাম তার পালিত মহিষটি গোয়াল ঘরে রাখতে যায়। সেখানে তাকে শিং দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।