আলীনগর চা বাগানে নারী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:২৩,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫০২ বার পঠিতমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে এক নারী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত চা শ্রমিক সন্তু রায়ের স্ত্রী দিপালী রায় (৪০)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে আলীনগর চা বাগানের পাক্কা লাইন শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে। শুক্রবার(২৩ আগস্ট) সকালে কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয় ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলীনগর চা বাগানের নারী চা শ্রমিক তিন সন্তানের জননী সুস্থভাবে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ভোরে বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি জেনে চা বাগান ব্যবস্থাপক ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশকে অবহিত করেন। শুক্রবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।