ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:১৭,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩২৭ বার পঠিতপীরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। আদিত্য সাগুনি গ্রামের সত্যেন চন্দ্রের ছেলে (৪) ও টুম্পা (৭) একই গ্রামের বিনোদ চন্দ্রের মেয়ে।
শুক্রবার সকালে ওই উপজেলার সাগুনি গ্রামে এ ঘটনা ঘটে।পরিবারের স্বজনরা জানায়, সকালে সবার অজান্তে আদিত্য ও টুম্পা নামের দুই শিশু বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজি করা হলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে এলাকার লোকজন।
পরে সেখান তাদের থেকে উদ্ধার করা হয়। এ সময় টুম্পা ঘটনাস্থলেই মারা যায়। পরে স্বজনরা আদিত্যকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারা একে অপরের মামাতো-ফুপাতো ভাইবোন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের অফিস ইনচার্জ বজলুর রহমান।