বাস খাদে পড়ে সেনা সদস্য নিহত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৫৬:৫৯,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯৭ বার পঠিত
শনিবার সকালে বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে আব্দুল আজিজ নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। তিনি লক্ষ্মীপুর থেকে সৈয়দপুর ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, লক্ষ্মীপুর জেলা থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সকালে বাসটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বান্দরবানে কর্মরত সেনা সদস্য সার্জেন্ট আব্দুল আজিজ ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনাকবলিত বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।