সাভারে বাস চাপা দিয়ে মারল নিরাপত্তা কর্মীকে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:২৪:৫৭,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৩ বার পঠিত
শনিবার সকালে আশুলিয়ায় বাসচাপায় মন্জুরুল ইসলাম (৩০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।তিনি ফোর গ্রুপের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্জুরুল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার নুর ইসলামের ছেলে।
সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে বলিভদ্র থেকে ডিইপিজেড যাচ্ছিলেন মন্জুরুল। পেছন থেকে দ্রুত গতিতে আসা রকি এন্টারপ্রাইজ পরিবহনের দূরপাল্লার বাস তাকে চাপা দেয় ৷ এ ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি৷