সিলেট ইউনাইটেড কে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে সিসিক ওয়ারিয়র্স-

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৪:১৪,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৪৯৫ বার পঠিত
তানজিল শাহরিয়ারঃ ইভ্যালি সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ এর ২য় সেমিফাইনালে সিলেট ইউনাইটেডের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স।
উদ্বোধনী ব্যাটসম্যান রিজভি দুর্দান্ত স্ট্রোক প্লের প্রদর্শনী করে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। মাত্র ৬০ বলে ৬টি চার এবং ৪টি ছক্কায় সাজানো ছিলো রিজভির ইনিংস। সিসিক ওয়ারিয়র্সের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে শাহনুর ৩০, ফরহাদ রেজা ৯ বলে ১টি করে ছক্কা এবং চারের মারে ১৭ রান করেন। সিলেট ইউনাইটেড বোলারদের মধ্যে আরিফুল, মুজাক্কির, জাভেদ ১টি করে উইকেট লাভ করেন।
শেষ ৫ অভারে ২ উইকেটের বিনিময়ে ৫৮ রান তোলে সিসিক ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ অভার শেষে ৪ উইকেট খুইয়ে সর্বমোট ১৫৭ রান তোলে ওয়ারিয়র্স।
১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইউনাইটেড। ওয়ারিয়র্স বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩২ রানে ৭ উইকেট হারায় ইউনাইটেড। ধুমধাড়াক্কা বলে পরিচিত টি২০ ক্রিকেট ইউনাইটেডের ম্লান ব্যাটিংয়ে সৌন্দর্য হারায়। ১০ম অভারের ১ম বলে আরাফাত সানি জুনিয়র জয়নুলের বলে ইনিংসের ১ম চার হাঁকান। তার ব্যাট থেকেই আসে ইনিংসের ১ম ছক্কাও, ১২শ অভারে ইরফানের বলে ছক্কাটি হয়। ইরফান ছাড়া আর মাত্র একজন ইউনাইটেড ব্যাটসম্যান দুই অংকের রান করেন। আরাফাত সানি জুনিয়র ৩৩ বলে ৪৮ রান করেন, তার ইনিংসে ছিলো ৪টি চার এবং ৩টি ছক্কা। রাহি ১২ রান করেন।
ওয়ারিয়র্সের পেস বোলার জয়নুল ৯ রান দিয়ে ৩টি, সানজামুল ৫ রান দিয়ে ২টি, ফরহাদ রেজা এবং শাহনুর ১টি করে উইকেট লাভ করেন।
১৭.২ অভারে সব উইকেট খুইয়ে সিলেট ইউনাইটেড ৮৯ রান সংগ্রহ করে। ৬৮ রানের বড়ো ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নিলো সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সায়েম আলম রিজভি।
শনিবার বেলা ৫টায় শিরোপা জয়ের লড়াইয়ে নামবে সিসিক ওয়ারিয়র্স এবং কুশিয়ারা রয়্যালস।