ইভ্যালি সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ এর শিরোপা জিতে নিলো সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১২:১৩,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৫৩৯ বার পঠিত
তানজিল শাহরিয়ারঃ ইভ্যালি সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ এর শিরোপা জিতে নিলো সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স। টসে জিতে সিসিক ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বিকেলের মিইয়ে আসা আলোয় ফ্লাড লাইটে ব্যাট করতে নামেন ওয়ারিয়র্সের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রিজভি এবং এজাজ।
আগের ম্যাচে স্ট্রোকের ফুলঝুরি ছোটানো রিজভি এদিনও শুরুটা করেন চার দিয়ে। ইনিংসের ২য় বলেই মাহবুব কে মাথার অপর দিয়ে চার মারেন। ৫ম বলে মারেন ছক্কা। অন্যপ্রান্তে এজাজও ছিলেন প্রাণবন্ত। দু’জন উদ্বোধনী জুটিতে ৫.১ অভারে ৩৯ রান তুলে বিচ্ছিন্ন হন। রিজভি এর মধ্যে একবার জীবন পান, লং অফে মাহবুবের বলে ওঠা লোপ্পা ক্যাচ নাইমের হাত গলে বেরিয়ে যায়। এর আগে এজাজের ক্যাচটাও ফেলে দেন সিয়াম, বোলার ছিলেন রুহেল। উদ্বোধনী জুটি ভাঙলেও অধিনায়ক জাকির এবং শাহনূরের ব্যাটে ভর করে স্কোর সচল রাখে ওয়ারিয়র্স। ৩য় উইকেটে এই দু’জন ৫১ রান যোগ করেন। ইনিংসে শেষ ৫ অভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খুব বেশি রান তুলতে পারেনি সিসিক ওয়ারিয়র্স। শেষ ৫ অভারে মাত্র ৩৪ রান ওঠে।
ওয়ারিয়র্সের জাকির এবং শাহনূর ২৯ রান করে করেন, রিজভি ১৫ বলে ২৪ রান করেন। এজাজ ১৯ রান করে আউট হন। রয়্যালসের মাহবুব ১৯ রান দিয়ে ৩টি, মুক্তার ২৮ রান দিয়ে ২টি, আল আমিন জুনিয়র এবং রুহেল ১টি করে উইকেট লাভ করেন। ২০ অভার শেষে সিসিক ওয়ারিয়র্সের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩৫।
১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে কুশিয়ারা রয়্যালস আজাদের বলে রান করতে হিমশিম খাচ্ছিলো। একটানা ৪ অভার বল করা আজাদ ব্যাটসম্যানদের হাত খোলার সুযোগই দেননি। মাত্র ৯ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। শুরুর এই চাপ কুশিয়ারার জন্যে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। সিয়াম এবং তান্নার ব্যাটে ম্যাচে ফেরার জন্যে চেষ্টা করে রয়্যালস। এরপর অনিকও ব্যাট হাতে দ্রুত রান তুলতে পারেননি। ফলে অভারপিছু দরকারি রানের হার দ্রুত বাড়ছিলো। সেই চাপ কে পুঁজি করে ওয়ারিয়র্সের জয়নুল তান্না কে ডিপ গালিতে ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান, অনিক ফেরেন ইরফানের বলে। জাতীয় দলে খেলা ফরহাদ রেজা গত ম্যাচে ব্যাটে ঝড় তোলা ওয়াসিফ আর মুক্তার আলী কে ফিরিয়ে দিয়ে কুশিয়ারা রয়্যালসের শিরোপা স্বপ্ন ছিনিয়ে নেন।
শেষ পর্যন্ত ২০ অভার খেলে ৭ উইকেট হারিয়ে ১১১ রান তোলে কুশিয়ারা রয়্যালস। তান্না ৩০ বলে ৩৪, সিয়াম ২৩, অনিক ১৭ রান করেন। সিসিক ওয়ারিয়র্সের জয়নুল ২২ রান দিয়ে এবং ফরহাদ রেজা ৩০ রান দিয়ে ২টি করে উইকেট লাভ করেন। ইরফান আর সানজামুলও ১টি করে উইকেট তুলে নেন।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিসিক ওয়ারিয়র্সের অধিনায়ক জাকির হাসান।
১৫ ফেব্রুয়ারি সিলেট জেলা স্টেডিয়ামে ৫টি দল নিয়ে ইভ্যালি সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ এর পর্দা উঠেছিলো। সিলেট ইউনাইটেড, এম কে বি প্লাটুন, সিসিক ওয়ারিয়র্স, স্টার প্যাসিফিক স্ট্রাইকার্স, কুশিয়ারা রয়্যালস- এই ছিলো ৫টি দলের নাম, গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল কে নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। শনিবারের ফাইনালে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্সের শিরোপা জয়ের মাধ্যমে ১ম আসরের যবনিকাপাত ঘটলো। এই প্রতিযোগিতা আয়োজন করে সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন।