লালাবাজারে ১ম আমন্ত্রিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ান শাহজালাল স্পোর্টিংক্লাব

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৫৩,অপরাহ্ন ০৭ মার্চ ২০২১ | সংবাদটি ৩৭৩ বার পঠিতদক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামের মাঠে তাজুল ইসলাম ক্রিকেট একাডেমীর আয়োজনে প্রথম আমন্ত্রিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় ফ্রেন্ডস ক্লাব তাজপুরকে হারিয়ে শাহজালাল স্পোর্টিং ক্লাব শাহ সিকন্দর চ্যাম্পিয়ান হয়েছে।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো: রেনু। লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন খায়রুল আফিয়ান চৌধুরীর সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার রুহেল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আহমদ, বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতা, সমাজসেবী ফাহিম মাহমুদ ফুরুক, লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লায়েক আহমদ জিকো, সালুটিকর ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুর রহমান আলামিন, প্রভাষক শামীম আহমদ, ক্রীড়া ব্যাক্তিত্ব আরিফুল হক চৌধুরী প্রমুখ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্সআপ টিমের মধ্যে পুরস্কার বিতরন করেন। বিজ্ঞপ্তি।