দুবাইয়ে ‘সিলেট ফাইভ ব্রাদার রেস্টুরেন্ট’র উদ্ধোধন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:১১,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০২২ | সংবাদটি ৩০৫ বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে সিলেটি ব্যবসায়ীদের মালিকাধীন রেস্টুরেন্ট ‘সিলেট ফাইভ ব্রাদার রেস্টুরেন্ট’র উদ্বোধন করা হয়েছে। এ রেস্টুরেন্টের মালিক কানাইঘাটের ঝিঙ্গাবাড়ির ফাগু গ্রামের বাসিন্দা ও দুবাই প্রবাসী ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান।
সোমবার রাতে এক অনুষ্টানের মাধ্যমে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে (শপ নং-৯) এ রেস্টুরেন্টের উদ্ধোধন করেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ইসা মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আলমি। এ সময় আরো উপস্থিত ছিলেন- দুবাইয়ের ব্যবসায়ী মোহাম্মদ আবু খালেদ ও দুবাই প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী সালাহউদ্দিন কাদির ও সিলেটি ফাইভ ব্রাদার রেস্টুরেন্ট’র ব্যবসায়ীক পার্টনার জুবের আহমদ।
এ সময় দুবাই প্রবাসী ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান জানিয়েছেন- দুবাইয়ে সিলেটি ব্যবসায়ীরা উদ্যোক্তা হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছেন। বিশেষ করে হোটেল ও রেস্টুরেন্টে ব্যবসায় দুবাই প্রবাসী সিলেটিরা সুনাম অর্জন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় দুবাইয়ে যাত্রা শুরু করেছে ‘সিলেট ফাইভ ব্রাদার রেস্টুরেন্ট’। এ রেস্টুরেন্টের মাধ্যমে সিলেটি খাবারের স্বাদ পর্যটন শহর দুবাইয়ে গ্রাহকের চাহিদা পুরনে সচেষ্ট থাকবে বলে জানান তিনি।