ইনসাফ ভিত্তিক সমাজ বিনীর্মানে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৪০,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ৭২ বার পঠিত——————- মুফতি তাজুল ইসলাম।
সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি, রাষ্ট্রীয়ভাবে গুম খুন এবং সরকার বিরুধী মতকে শেষ করে দেয়ার চেষ্টা চলছে, প্রতিনিয়ত গ্রেফতার করে দেশকে একটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। এখনো অনেক আলেম উলামা বন্দী মাদ্রাসা মসজিদগুলোতে নজরদারী এবং ধর্মীয় মাহফিলগুলোকে সংকোচিত করার চেষ্টা করছে।
বিজয়ের এই মাসে শপথ নিতে হবে এগুলোরে দুর করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনীর্মামে আমাদেরকে কাজ করতে হবে।
গতকাল খেলাফত মজলিস গ্লোষ্টার শাখার উদ্যোগে আয়োজিত সংগঠনের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষীকি সমাবেশ সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
মাওলানা অলিউর রহমানের সভাপতিত্বে ও আলহাজ আব্দুল গনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য সহ সভাপিত মাওলানা গোলাম মাহায়মীন ফরহাদ, মিডলেন্ডস সহ সভাপতি মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, বার্মিংহাম সেক্রেটারী আ ফ ম শুয়াইব, মিডলেন্ডস সেক্রেটারী সৈয়দ কবির আহমদ।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাবীবুর রহমান, হাজী নুরুল ইসলাম, মিছবাহ উদ্দীন, মাওলানা তানভীর হুসাইন, জিল্লুর রহমান, আবদুর রহমান, সাব্বির আহমদ, গিয়াস আহমদ, হাজী ছওয়াব আলী। প্রমুখ।