হার্ডলাইনে সিলেট সিটি করপোরেশন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৩৮:৫৩,অপরাহ্ন ১৬ মার্চ ২০২৩ | সংবাদটি ১৮৮ বার পঠিতদরোজায় কড়া নাড়ছে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। রমজানেই হতে পারে তফসিল ঘোষণা। জুলাইয়ের শেষদিকে নির্বাচন। গতকাল নির্বাচন কমিশন থেকে এ আভাস মিলেছে। তবে- সিলেট সিটি করপোরেশন নির্বাচন এবার আগেভাগেই জমে উঠেছে। সরকারি দল আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে অন্তত ৮ জন প্রার্থী মাঠে। শুধু মাঠে নয়; তারা প্রচার প্রচারণা শুরু করেছেন। নগরের এমন কোনো চত্বর কিংবা দেয়াল নেই যে; যেখানে পোস্টারিং, বিলবোর্ড স্থাপন করা হয়নি। এতে ক্ষুব্ধ সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তফসিল ঘোষণার আগে থেকেই প্রচার, প্রচারণা শুরু করে নগরের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে।
শুধু যে আওয়ামী লীগের প্রার্থীরা তাই নয়, জাতীয় পার্টি সহ আরও অনেকেই পোস্টার সাঁটিয়েছেন, ব্যানার টানিয়েছেন। এ ছাড়া, ১০ই মার্চ শেষ হওয়া বিএনপি’র নগর কাউন্সিলকে কেন্দ্র করে নগরে ব্যাপক পোস্টারিং করা হয়। টানানো হয় ব্যানার, সাঁটানো হয় বিলবোর্ডও। পোস্টার এখনো দেয়ালে দেয়ালে রয়েছে। এই অবস্থায় রমজান সামনে। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ‘রমজানের পবিত্রতা রক্ষার জন্য’ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর শাখা থেকে দেয়া ওই বিজ্ঞপ্তিতে রমজান মাসে নগরের অভ্যন্তরে বিজ্ঞাপনী বোর্ড, পোস্টার, ব্যানার, গাড়ির বডিসহ যেকোনো বিজ্ঞাপন প্রচারে কোনো ছবি ব্যবহার না করার অনুরোধ করা হয়। এই ‘অনুরোধ’ না মানলে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিটিতে। সোমবার সিলেটের কয়েকটি স্থানীয় পত্রিকায় সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে, সিসিকের জনসংযোগ দপ্তর জানিয়েছে, প্রতিবছরই রমজান মাসের আগে সিসিকের পক্ষ থেকে রমজানের পবিত্রতা রক্ষায় এমন বিজ্ঞপ্তি দেয়া হয়।
আলোচিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে- ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকল নাগরিক ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা ও ভাবগাম্ভীর্যতা রক্ষায় সিলেট সিটি করপোরেশনের অভ্যন্তরে বিভিন্ন বিজ্ঞাপনী বোর্ড, পোস্টার, ব্যানার, গাড়ির বডিসহ যেকোনো বিজ্ঞাপন প্রচারে কোনো ব্যক্তির ছবি ও কুরুচিপূর্ণ বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ করা যাচ্ছে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিজ্ঞাপনী বোর্ড, পোস্টার, ব্যানার, কিংবা অন্যকোনোভাবে এমন বিজ্ঞাপন প্রচার করা হয় তাহলে তা অনতিবিলম্বে অপসারণ করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মূলত রমজান মাসে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবিসহ বিজ্ঞাপন নিয়ন্ত্রণের জন্য এমন বিজ্ঞপ্তি দিয়েছি। তাছাড়া রমজানের ভাবমূর্তি রক্ষায় ছবিসহ ব্যানার, পোস্টার, বিলবোর্ড না দেয়ার অনুরোধ করেছি।
প্রতিবছরই রমজানের আগে সিসিকের পক্ষ থেকে এমন বিজ্ঞপ্তি দেয়া হয়।’ এদিকে- সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে গত ২২শে জানুয়ারি সিলেটে আসেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান। তার কর্মী-সমর্থকরা প্রথমে নগরে পোস্টারিং, বিলবোর্ড স্থাপন করেন। পরে একে একে অন্য প্রার্থীরা প্রচারণা প্রতিযোগিতায় নামেন। ফলে এই বিজ্ঞপ্তি প্রকাশে বিশেষ করে আওয়ামী লীগের টিকিট পেতে দৌড়ে থাকা প্রার্থীরা মনঃক্ষুণ্ন হয়েছেন। তারা জানিয়েছেন, পোস্টারিং করা, ব্যানার ও বিলবোর্ড সাঁটানো সবই নির্বাচনের অংশ। আর রমজানেই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। ফলে নির্বাচনকেন্দ্রিক প্রচার, প্রচারণা অযৌক্তিক নয়। সিটি করপোরেশন এটি করলে বাড়াবাড়ি করা হবে বলে জানান তারা।