সিলেটে জামাতুল হিন্দ’র দাওয়াতি প্রধানসহ চার জঙ্গি গ্রেপ্তার

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫১:৩৮,অপরাহ্ন ০৯ মে ২০২৩ | সংবাদটি ৫৪ বার পঠিততুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দ শারক্বীয়া’ দাওয়াতি প্রধান মামুনসহ চার জঙ্গিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে র্যাব সদস্যরা শহরতলীর এয়ারপোর্ট এলাকার বড়শালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সংগঠনের শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মুন, মো. আবু জাফর, মো. আক্তার কাজী, সালাউদ্দিন রাজ্জাক মোল্লা। এরমধ্যে মায়মুনের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। আর আবু জাফর, আক্তার কাজী ও রাজ্জাক মোল্লার বাড়ি দেশের বিভিন্ন জেলায়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ২ লাখ টাকাসহ ইলেকট্রনিক ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথি। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। মঈন জানান, আব্দুল্লাহ মায়মুন অভিনব কৌশলের বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহ করে নতুন জঙ্গি সংগঠনের অস্ত্র ও প্রশিক্ষণের জন্য অর্থ সহায়তা দিয়ে থাকেন। পাশাপাশি তিনি জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সেতুবন্ধন কাজ করেন।