জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ফয়জুল করীম

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৩০:০৯,অপরাহ্ন ১২ জুন ২০২৩ | সংবাদটি ১৩৩ বার পঠিতইভিএমে ভোট প্রদান করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ফয়জুল করীম। তিনি আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশে আমরা সন্তুষ্ট। যদিও কাউনিয়ার একটা কেন্দ্রে একটু সমস্যা হয়েছিল।
তিনি বলেন, আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। বরিশালবাসী ভোটদানের জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু ইভিএমে যেহেতু ভোট যেহেতু কি হয় বলা যায় না। ক্যালকুলেটরে যেমন ৪+৪ দিলে ৮ হয়। সেভাবে সেট করা থাকে। ইভিএমে যেন ৪+৪=৯ না হয়। ভোট কারচুপি হলে আমরা আন্দোলন করব, আদালতে যাব।