পালে হাওয়া নেই মোকাব্বির খানের

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৯:১০,অপরাহ্ন ১৮ মার্চ ২০২৩ | সংবাদটি ৭১ বার পঠিত
ওয়েছ খছরু, সিলেট থেকে::তুমুল নাটকীয়তা। তাহসিনা রুশদীর লুনাকে অভিনন্দন জানিয়ে সরে গেলেন মোকাব্বির খান। চলে যান লন্ডনে। নাটকীয়তার তখনো আরও কিছু অংশ বাকি ছিল। আইনের বেড়াজালে আটকে গেলেন লুনা। নির্বাচনেরও আর বাকি কয়েকদিন মাত্র। গ্রিন সিগন্যাল পেয়ে কয়েক ঘণ্টার নোটিশে মোকাব্বির খান এলেন দেশে। অপ্রস্তুত অবস্থায় ফের নির্বাচনী মাঠে। দিনশেষে জয়ী হলেন তিনি। সূর্য মার্কা নিয়ে লড়ে তিনিই সংসদের একমাত্র এমপি।
বলেন, এমপি মোকাব্বির খানের কাজ হচ্ছে গতানুগতিক। আর আমাকে তো কোনো বরাদ্দ দেয়া হয়নি। তিনি আমাকে পাশ কাটিয়ে নিজেদের লোক দিয়ে উন্নয়ন কাজ করাচ্ছেন। তবে- সেই কাজ দৃশ্যমান নয়। তিনি বলেন- সংসদ নির্বাচনের আগে বিএনপি’র তরফ থেকে আমরা জান বাজি রেখে ভোটের মাঠে ছিলাম। এখন কালেভদ্রেও আমাদের সঙ্গে যোগাযোগ হয় না। বরং স্থানীয় নির্বাচনে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এদিকে- গতকাল এসব বিষয় নিয়ে কথা হয় সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের সঙ্গে। তিনি নিজেকে ‘সৌভাগ্যবান’ এমপি বলে দাবি করেন। জানান- মনোনয়নপত্র রেখে নির্বাচনী মাঠ থেকে লন্ডনে চলে গিয়েছিলেন। পরে ড. কামাল হোসেনের নির্দেশে তিনি দেশে এসে নির্বাচন করেন। তবে- তার নির্বাচনে ঐক্যফ্রন্টের সমর্থন থাকলেও তিনি ফ্রন্টের প্রার্থী ছিলেন না। তার নির্বাচনে বিএনপি’র স্থানীয় নেতাদের কোনো ভূমিকা ছিল না বলেও মন্তব্য করেন। মোকাব্বির খান জানিয়েছেন- তিনি বিগত ৫ বছরে নিজের নির্বাচনী এলাকায় ৪-৫শ’ কোটি টাকার উন্নয়ন কাজ করিয়েছেন। এর মধ্যে লামাকাজীতে ১২০ কোটি টাকা বরাদ্দ, ওসমানীনগরের ভল্লবপুরে ৪৯ কোটি টাকা বরাদ্দ ছাড়াও জগন্নাথপুর সড়কে ২২ কোটি টাকার প্রকল্প, খাজাঞ্চি-কামালবাজার সড়কে ১০ কোটি টাকার প্রকল্প ও তাজপুর থেকে ময়নাবাজার রাস্তায় ৫ কোটি টাকার প্রকল্পের কাজ করিয়েছেন। এলাকায় উন্নয়ন হয়েছে। যাদের চোখ নেই, তারা দেখে না বলে মন্তব্য করেন তিনি। সংসদ থেকে পদত্যাগ না করা প্রসঙ্গে মোকাব্বির খান জানান- বিএনপি’র সব এমপিরা পদত্যাগ করলেও আমি পদত্যাগ করিনি। আমার পদত্যাগে কি সরকার পতন হয়ে যেতো- পাল্টা প্রশ্ন করেন তিনি। বলেন- সার্বিক প্রেক্ষাপট, দলের সিদ্ধান্ত ও নির্বাচনী এলাকার জনগণের মতামতের ভিত্তিতেই আমি পদত্যাগ করিনি। এলাকার উন্নয়নের স্বার্থে সংসদে আছি এবং কাজ করছি। মোকাব্বিরের কর্মকাণ্ডে চরম ক্ষুব্ধ নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। তিনি মানবজমিনকে জানিয়েছেন- মোকাব্বির খান নির্বাচনের সময় আমার গাড়ি, আমার লোকজনকে ব্যবহার করেছেন। তিনি আমার বাসায় এসেছিলেন। আমার মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পর তাকে আমরা সমর্থন দেই। আমার ছেলে গিয়ে তার পক্ষে প্রচারণা করে। তিনি বলেন- নির্বাচনে জয়লাভের পর তিনি বেঈমানি করেছেন। এখন তো তিনি আমাদের জোটে নেই। তাকে নিয়ে এর বেশি মন্তব্য করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন লুনা।কপি মানব জমিন