পূর্ণমন্ত্রী হচ্ছেন ইমরান

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩০:৪৪,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৫৮ বার পঠিতপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে আসা সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনের এমপি ইমরান আহমদকে দেওয়া হচ্ছে পূর্ণমন্ত্রীর দায়িত্ব।
বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন।
আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা প্রস্তুত, আগামী শনিবার সাড়ে ৭টায় বঙ্গভবনে উনাদের শপথ হবে।
সরকারের মেয়াদের সাত মাসের মাথায় একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। সেই সঙ্গে সরকারে যুক্ত হচ্ছেন নতুন একজন প্রতিমন্ত্রী।