মানিকপীর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আ.ফ.ম কামাল
টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ১০:০১:৪৭,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৫২২ বার পঠিতসিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামালের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শাহী ঈদগাহে তার জানাজা শেষে নগরীর মানিকপীর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এরআগে দুপুরে আ. ফ. ম কামালের মরদেহ শেষবারের মতো নিজের পুরনো কর্মস্থলে নগর ভবনে আনা হয়। নগরভবনে শেষশ্রদ্ধা জানানো হয় তাকে।
পরে শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় প্রশাসনিক, রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সিলেটের সর্বস্থরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আ ফ ম কামালের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।
এসময় বক্তারা আ. ফ. ম কামালকে একজন সফল রাজনীতিবিদ হিসাবে আখ্যায়িত করে বলেন, তিনি সিলেট পৌরসভার একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সিলেট মহানগরের অনেক উন্নয়ন করেছেন তিনি। রাজনীতিবিদ হিসাবে তিনি অনেকের জন্য ছিলেন অনুকরণীয়। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।
জানাজা শেষে কামালের লাশ নিয়ে যাওয়া হয় মানিকপীর কবরস্থানে। সেখানে তাকে দাফন করা হয়েছে।