সিলেট থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৪৬:৩৩,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৮১ বার পঠিত
ফাইল ছবি
সিলেট থেকে বিমানের সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। গত বছরের তুলনায় সিলেট অঞ্চলে এবার ২ হাজারের ওপর হজ যাত্রী থাকলেও বিমান সরাসরি ফ্লাইট পরিচালনা করবে তিনটি। এ নিয়ে সংশ্লিষ্ট এজেন্সীসহ হজ যাত্রীদের মাঝে ক্ষোভ রয়েছে। তবে, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর পরিচালক প্লানিং এয়ার কমোডর (অব:) মো: মাহবুব জাহান খান জানিয়েছেন, আগামীতে চাহিদার ভিত্তিতে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট বাড়ানো হবে।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স সিলেট অফিসের একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে সিলেটের ডাককে জানায়, গত বছর সিলেটের হজ যাত্রীদের বিমানমন্ত্রী বিদায় জানালেও এবার তারা অনানুষ্ঠানিক ভাবেই যাত্রা করবেন। শুধু মাত্র ফ্লাইট উড্ডয়নের আগে যাত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মোনাজাত করা হবে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে হজ ফ্লাইট বিজি-৩৩৩৭ সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। পরদিন ১৯ জুলাই শুক্রবার বিকেল সোয়া ৪ টায় ৪১৯ জন যাত্রী নিয়ে বিজি-৩১৪১ সিলেট থেকে মদীনার উদ্দেশ্যে যাত্রা করবে। সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে শেষ হজ ফ্লাইটি পরিচালিত হবে ৩ আগস্ট সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে। বিজি-৩২৭৯ ফ্লাইটেও ৪১৯ জন হজ যাত্রী থাকছেন।
হজ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং এসোসিয়েশন অব ট্রেভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) সিলেট জোন সূত্রে জানা গেছে, প্রাক-নিবন্ধন নিয়ে অসচেতনতা অনেকটা দূর হওয়ায় এবার সিলেট অঞ্চলের হজ যাত্রী সংখ্যা বেড়েছে। ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে হাব ও আটাব নেতৃবৃন্ধ জানিয়েছেন, সিলেট থেকে এবার হজে যাচ্ছেন ৩ হাজার ১৯৯ জন। সিলেট অঞ্চলের এজেন্সিগুলো নির্ধারিত কোটা পূরণ করতে যৌথ ভাবে হজ যাত্রী প্রেরণ করার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় ধর্ম মন্ত্রণালয় সিলেট অঞ্চলের ১৭ টি হজ এজেন্সীকে তালিকাভূক্ত করে। এর মধ্যে রয়েছে আল মনসুর এয়ার সার্ভিস, জোনাকী ইন্টারন্যাশনাল, সিটি ওভারসীজ, কুহেতুর ওভারসীজ, এলাইট ট্রেভেলস, নিউ মর্ডান ট্রেভেলস, লতিফ ট্রেভেলস, ট্রেভেল অন এয়ার সার্ভিস, আল-ইহসান ট্রেভেলস, ইকরা ট্রেভেলস এন্ড ট্যুর, খাজা ট্রেভেলস, মোহাম্মদীয়া ট্রেভেলস, মার্ভেলাস মিডিয়া সার্ভিস, সোমা ইন্টারন্যাশনাল, সানসাইন ট্রেভেলস, তাসফিক ট্রেভেলস এবং রব্বানী ওভারসীজ।
আটাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জুনায়েদ আলী জানান, গত এপ্রিল মাসে অনুষ্ঠিত এক সভায় বিমানের কর্মকর্তারা সিলেটের হজ যাত্রীদের সরাসরি জেদ্দা ও মদিনাসহ ৫টি ফ্লাইটের দাবী মানার অঙ্গীকার করেন। কিন্তÍ এখন সিলেটের হজ যাত্রীদের জন্য মাত্র তিনটি সরাসরি ফ্লাইট দেয়াকে দু:খ জনক বলে আখ্যায়িত করেন তিনি।
হাব সিলেট জোনের সেক্রেটারী জহিরুল কবির চৌধুরী শিরু অভিযোগ করে বলেন, সিলেট থেকে ৬টি হজ ফ্লাইট চেয়ে বিমানের জেলা ব্যবস্থাপক বরাবরে পত্র প্রেরণ সত্বেও মাত্র ৩টি ফ্লাইট দেয়ায় হজ যাত্রীদের দুর্ভোগ লাঘব হয়নি। এ ক্ষেত্রে বরাবরেই সিলেট উপেক্ষিত হয়ে আসছে বলে মন্তব্য করেন তিনি। সিলেটের যে সকল হজ যাত্রী বিমানে ঢাকা হয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করছেন তারা আরো বেশী ভুগান্তির শিকার হচ্ছেন বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান জানান, প্রায় ৩২শ’ হজ যাত্রীর মধ্যে সিলেট থেকে বিমানের ৩টি সরাসরি ফ্লাইট খুবই অপ্রতুল।
হাব সিলেট অঞ্চলের সাবেক সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক খন্দকার সিপার আহমদ বলেন, প্রাক নিবন্ধন সম্পর্কে সচেতনতা বাড়ায় সিলেট অঞ্চলের হজ যাত্রীর সংখ্যা বেড়েছে। বিমান বাংলাদেশ ও সৌদি এয়ার লাইন্সের পাশাপাশি অন্যান্য এয়ার লাইন্স হজ যাত্রী পরিবহন করতে পারলে যাত্রী দুর্ভোগ লাগব হতো বলে উল্লেখ করেন তিনি।
যোগাযোগ করা হলে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, সিলেটের চাহিদানুযায়ী ৩টি সরাসরি হজ ফ্লাইট দেয়া হয়েছে। আগামীতে সিলেটবাসীর চাহিদা পূরণে সরাসরি ফ্লাইট সংখ্যা আরো বৃদ্ধির আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত বছর (২০১৮ সালে) প্রাক-নিবন্ধন নিয়ে অসচেতনতা এবং জটিলতার কারণে সিলেট অঞ্চলের হজ যাত্রী ছিলেন ১ হাজার ৯শ’ জন। এর আগের বছর সিলেট অঞ্চলের হজ যাত্রী ছিলেন ৩ হাজার ৪শ’ জন। ২০১৬ সাল থেকে বাংলাদেশ সরকার সৌদি কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে হজ্ব নীতিতে কিছু পরিবর্তন আনে। এর মধ্যে অন্যতম হচ্ছে হজ্বে গমনেচ্ছুদের প্রাক নিবন্ধন।