শাহজালাল মাজারে প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ প্রদান
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৪৪,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৭৫ বার পঠিতওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ প্রদান করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১ টার দিকে সিলেট আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মাজারে আসেন শফিক চৌধুরী।
পরে নেতাকর্মীদের নিয়ে মাজারে গিলাফ চড়ান তিনি।
দেশ-বিদেশের দলবেঁধে আসা ভক্তদের হাতেও ছিল নানা রঙয়ের গিলাফ। আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল– বাবা শাহজালাল’!
বুধবার ভোর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।
ভক্তরা জানান, হযরত শাহজালাল (রহ.) আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিশ্ব শান্তির কামনা করছেন তারা।
প্রসঙ্গত, উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।