দক্ষিণ সুরমায় শিক্ষার্থী খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:০০:২০,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৬২ বার পঠিতদক্ষিণ সুরমায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রর করে সহপাঠির হামলায় এক শিক্ষার্থী খুন হয়েছেন । বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় নগরীর দক্ষিণ সুরমার আলমপুরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোনাচর দক্ষিণভাগ পলিকাপন গ্রামের মানিক মিয়ার পুত্র তানভির হোসেন তুহিন (১৯) বলে নিশ্চিত করেছেন এসএমপি’র মোগলাবাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন।
জানা যায়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুহিন কম্পিউটার বিষয়ে শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে তুহিন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণে যায়। প্রশিক্ষণ কেন্দ্রের নির্ধারিত স্থানে তার জুতা রেখে কম্পিউটার ল্যাবে প্রবেশ করে। প্রশিক্ষণের এক পর্যায়ে তুহিন কম্পিউটার ল্যাব থেকে বের হয়ে এসে দেখতে পায় তার জুতার স্থানে অন্য একটি জুতা রাখা। কিছুক্ষণ পর সে দেখতে পায় তার হারানো জুতা জোড়া অন্য একজন প্রশিক্ষণার্থীর পায়ে। এ সময় তুহিন তাকে বলে তোমার পায়ের জুতা জোড়া আমার। এ নিয়ে উভয়ে মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি অধ্যক্ষের কানে গেলে তিনি জুতা জোড়া তুহিনের ছিল বলে বিষয়টি আপোষ মীমাংসা করে দেন।
এরপর তুহিন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে আসার সময় তুহিনের সাথে বাকবিতন্ডাকারী শিক্ষার্থী আরো কয়েকজন যুবককে নিয়ে তুহিনের উপর হামলা চালায়। তাদের হামলায় তুহিন মারাত্মক আহত হন। গুরুতর আহত তুহিনকে উদ্ধার করে তার সহপাঠী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার অবস্থা অবনতি হলে দুপুর দেড়টায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকা নিয়ে যাওয়ার পর সন্ধ্যা ৬টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আখতার হোসেন জানান, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তানভির হোসেন তুহিনের সাথে জুতা নিয়ে অন্য এক শিক্ষার্থীর সাথে বাকবিতন্ডা হয়। বিষয়টি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মীমাংস করে দেন। পরে ঐ শিক্ষার্থীর তার সহপাঠীদের নিয়ে তুহিনের উপর হামলা চালায়।