“টাইম সিলেট ডট কম” নিউজ প্রকাশের পর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা
বালাগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:০৯,অপরাহ্ন ১০ আগস্ট ২০১৯ | সংবাদটি ১১৪৫ বার পঠিতকাশ্মীর প্রসঙ্গে যুবকের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সেই নিউজ টাইম সিলেটে নিউজ প্রকাশের পর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, ৮ আগষ্ট কাশ্মীর নিয়ে কার্তিক যাদব জিৎ নামক এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিলে বালাগঞ্জের মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। অনলাইন নিউজ পোর্টাল “টাইম সিলেট ডট কম” তার দেয়া স্ট্যাটাস সহ নিউজ প্রকাশের পর থেকে সাথে সাথে ভাইরাল হয়। ঘটনা জানাজানি হলে বেশ কিছু মুসলিম যুবক বালাগঞ্জ বাজারে মিছিল করে।
এর পরিপ্রেক্ষিতে আইন শৃংখলা অবনতির আশংকা ও গোটা উপজেলায় এনিয়ে উত্তেজনা দেখা দিলে বালাগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান এই উদ্যোগ নেন। তার দেয়া স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও লাইভে এসেও ক্ষমা চায়। এদিকে আজ শনিবার দুপুরে বালাগঞ্জ পুর্ব বাজারে সামাজিক ভাবে প্রকাশ্যে আবারও ক্ষমা চায় কার্তিক যাদব জিৎ।
এসময় উপস্থিতি দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন সহ এলাকার সামাজিক ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে গত ৮ আগষ্ট বালাগঞ্জের কার্তিক যাদব জিৎ নামের এক যুবক তার ফেসবুকের আইডিতে “কাশ্মীর এর জন্য যারা জীবন দিতে রাজি তারা দয়া করে একটু গরুর হাটে যান মূল্যে বাড়বে” পোষ্ট করে যার পরিপ্রেক্ষিতে উত্তেজনা দেখা দেয়।