আ ন ম শফিকুল হক আর নেই
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:১৮:১৫,অপরাহ্ন ১৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৫৬ বার পঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ,সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক,আ ন ম শফিকুল হক আর নেই। ইন্নালিল্লাহি…রাজিউন
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নগরীর আল হারামাইন হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন। বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আ ন ম শফিকুল হকের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহিস মিনারে রাখা হবে। এরপর বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেলে মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে তাঁর দাফন অনুষ্ঠিত হবে।
তাঁর অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, তাঁর স্ত্রী আসমা কামরান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদারসহ দলীয় নেতৃবৃন্দ।