ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানালো নিজ উপজেলার মানুষ
আ ন ম শফিকুল হকের প্রথম জানাযা সম্পন্ন!
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদঃ :
প্রকাশিত হয়েছে : ৮:১৬:২২,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৩০ বার পঠিত
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক শিক্ষক-সাংবাদিক বর্ষীয়ান রাজনীতিবীদ আ ন ম শফিকুল হক’কে চিরবিদায় জানিয়েছেন বিশ্বনাথ উপজেলাবাসী।
১৫ আগস্ট বৃহস্পতিবার বাদ যোহর উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁও গ্রামস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত মরহুমের প্রথম জানাযার নামাজে মানুষের ঢল নামে। আর প্রিয় মানুষটিকে বিদায় জানাতে বৃষ্টিতে ভিজেও জানাযার নামাজ আদায় করেন এলাকাবাসী। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের মামাত ভাই মাওলানা রওনক আহমদ।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীর পরিচালনায় জানাযার নামাজ পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, বর্তমান সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, সাবেক যুগ্ম সম্পাদক এ এইচ এম ফিরুজ আলী, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন এবং পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের ভাই নজরুল হক।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, আবদুর রাজ্জাক, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, প্রবীন সাংবাদিক-কবি সাইদুর রহমান সাঈদ, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মধু মিয়া, দশপাইকা আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন