সিলেটে পিকনিক শেষে যাওয়ার পথে ঢাকা মহাসড়কে ৪ শিক্ষার্থীরা নিহত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২৭,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৪০ বার পঠিত
ভীর রাতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৪ জনেরন রসিংদীর শিবপুরে বাস-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আরও ৪ জন আহত হয়েছেন।
১৬ আগষ্ট শুক্রবার দিবাগত রাত ৩টায় শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭) ও সাদিয়ার স্বামী (৩৫)।
নিহত সবাই পিকনিক থেকে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় বাস ও প্রাইভেটকারের আরও ৫ যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরও একজন। আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকারে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। প্রাইভেটকারটি শিবপুরের কারার চর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী নিহত হন।