দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে…..পররাষ্ট্রমন্ত্রী
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ অনুষ্ঠান

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:৪৫,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৮২ বার পঠিতপররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জনগনের সরকার। জনবান্ধব সরকার। সরকার সবসময় অসহায় মানুষকে সহযোগিতায় করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি শনিবার সকালে রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগিদের চিকিৎসাথে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সিলেট জেলার ১৪টি উপজেলার ২০১৮-১৯ অর্থবছরের ২য় কিস্তির ২৬৮জনকে ১ কোটি ৩৪ লক্ষ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,এশিয়ার ৪৫টি দেশের মধ্যে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৮.১৩%। প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে।
জীবনের আয়ূ বেড়েছে। এ গুলো বর্তমান সরকারের সফলতা। দেশে দরিদ্রের হার কমেছে।অতি দরিদ্রের হার ৫% এ আমরা নিয়ে আসবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা বঞ্চিত,বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী,মুক্তিযোদ্ধাসহ ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগিদের চিকিৎসাথে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় নিয়ে এসেছেন। এক্ষেত্রে সঠিক মানুস যাতে টাকা পায় সে দিকে নজরদারী বাড়াতে হবে। দেশে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ধনি দরিদ্রের পার্থক্য কম। আমাদের অর্থনীতিকে আমি মানবিক উন্নয়ন হিসেবে আখ্যায়িত করি।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) সন্দ্বীপ কুমার সিংহ,জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য,সাবেক এমপি রোকেয়া পদক প্রাপ্ত সৈয়দা জেবুন্নেছা হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির,দৈনিক উত্তর পূর্বের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ ,মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক,ইপতার হোসেন পিয়ার,বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আব্দুর রফিক। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন-ওসমানী হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান,পবিত্র গীতা পাঠ করেন-প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কমৃকর্তা সিদ্ধার্থ শংকর রায়। পরে প্রধান অতিথি রোগীদের হাতে অর্থের চেক তুলে দেন।