জামালপুরের সেই ডিসি এখন ওএসডি হচ্ছেন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩১:০৯,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৬৩ বার পঠিত
সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়।
এক নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার রাত সাড়ে ৮টায় তিনি বলেন, ‘জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের বিরুদ্ধে সব প্রক্রিয়া সম্পন্ন করে এনেছি। আগামীকাল (রোববার) তাকে ওএসডি করে আদেশ জারি করা হবে। সেখানে (জামালপুর) নতুন একজন যোগ দেবেন।’
‘ঘটনার বিষয়ে অবগত আছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখছেন।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, ‘চাকরির বিধি অনুযায়ী অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তার (ডিসি আহমেদ কবীর) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ওই ঘটনায় জামালপুরসহ সারাদেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটি হবে, এখন বন্ধ যাচ্ছে। অফিস খুললেই এটা হবে। তবে এটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত হচ্ছে, বিভিন্ন সংস্থা-কর্তৃপক্ষ সেটা করছে। আরও অনেক অথরিটি আছে, তারাও দেখছে।’
‘এটা আমাদের নলেজেও আছে। বিষয়টি দেখা হচ্ছে’ বলেন অতিরিক্ত সচিব।
https://www.facebook.com/timesylhetdotcom/videos/2656912407692790/?__tn__=kC-R&eid=ARCCHeJT19ug3OKEa5aXYXd91FIpJ4b-Eda_Ks-xtYjlZEFUL4PLbwZtBv_tvXTvWr09qL4ka7_UYLjq&hc_ref=ARSCRKgMI7AK45faDK8jRvTxdnI6qYFFZMyxsxXlxq1UD6LaIj1JgK3n7F1cGcLR2ks&fref=nf&__xts__[0]=68.ARCqr2hpxwWzP-C2f4-BfVIsDqR6Cefd6ke5G1-JJJgpf8nSq6zlgld5gKD-m2OQm6gDKcBske6d0LQ_wSUW7z0X23pswgAT1StEKK4j-5Jgq7N7kTELmr-k2xoI3jyKnBxYr4IroJMbkGxmHAosYdp1mHnIBf7ndTWKOXePegT2o4xUYg-Qk7cTRhUHeTVCHDHRTrYIiAQZ6jfR0F3D4w8NDxrAwmFrnpXpG9yvyYL5590GVbl1uX_-h5B_t5Y_KWxgUMxcIrHnN-SqcCh86mNalg8Cb0cmOy3ulsrAhpD4PoEpQ0ABgYaLwrd4pC14eHKCF_rEuL5MKv1nps41z1dDix_nGBL873r0BcFA