আত্মহত্যা না হত্যা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০২:২১,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫০১ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে নারী সংগঠিত বিষয়ের জের ধরে আল আমিন (২২) নামে এক রিক্স্রাচালকের আত্মহত্যা । রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ ভবনের পিছনে দুদু মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটে। সে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার লক্ষিপুর ইউপির বেদগঞ্জ গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
আল আমিন ব্যক্তিগত জীবনে সাবিনা বেগম(২০) নামে এক নারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রায় ১বছর আগে। সে বিগত ৬মাস থেকে শশুর আরফান আলীর পরিবারের সাথে বাস করে আসছিল। আল আমিনের শশুরের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার সময় ঢাকাদক্ষিণ বাজারে ৩/৪জন যুবক আল-আমিনকে মারধর করে। পরে রাত ১০টার দিকে ঐ যুবকেরা আবার তাকে তুলে নিয়ে যায়। তাদের দাবি আল আমিন,মোমিন আহমদ নামে এক যুবকের কলেজ পড়–য়া বোনকে উত্যক্ত করছিল।
পরে ঢাকাদক্ষিণ ঠাকুর বাড়ি পুকুর পাড় রিক্স্রা সমিতির সাবেক এক সভাপতি কালাম আহমদকে আল আমিন বিষয়টি পরদিন সকালে দেখে দিবেন বলে জানান। পরদিন রোববার ভোরে কালাম আহমদ আল আমিনকে সাথে নিয়ে ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় কালাই মিয়ার ডাউনের পাশে কলেজ পড়–য়া ছাত্রীর বসবাস করা কলনীতে নিয়ে যান। এব্যাপারে কালাম আহমদের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি জানান, আল আমিন রাত্রে আমাকে বিষয়টি বললে পরদিন সকালে তাকে নিয়ে মোমিন আহমদের কলনীতে যাই।
সে এসময় উত্তোক্ত করার বিষয়টি স্বীকার করে। পরে আমরা বিষয়টি নিষ্পত্তি করে দেই। এদিকে আল আমিনের শাশুড়ি চানতারা বেগম জানান, সেখান থেকে কলনীতে ফিরে আসার পর আল আমিন কারো সাথে কথা না বলে নিজ শয়ন কক্ষে দরজা লাগিয়ে তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এসময় পাশের ঘরে ভাত রান্নারত স্ত্রী বিষয়টি আঁচ করতে পরে ঘরে আল আমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে থানা পুলিশ কে অবহিত করা হলে পুলিশ লাশ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।
এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।