সিলেটে করোনায় ৯ জনের মৃত্যু

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:১৮,অপরাহ্ন ১৪ জুলাই ২০২১ | সংবাদটি ৩৭৩ বার পঠিতসিলেটে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৩৩ জন। মারা যাওয়া রোগীদের মধ্যে ৭ জনই সিলেট জেলার। বাকি ২ জন মৌলভীবাজারের।
আর রোগী শনাক্ত হওয়া ৪৩৩ জনের মধ্যে সিলেট জেলায় ২০৪ জন, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৯৮ ও মৌলভীবাজারে ৩৪ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।
সিলেটে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৪৩৭, সুনামগঞ্জে ৩৯, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজারে ৪২ জন।