মুনতাসির আলী ঈদের শুভেচ্ছা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১১:৪৬,অপরাহ্ন ০৩ মে ২০২২ | সংবাদটি ৩৭২ বার পঠিত
ঈদ আসে আনন্দের বারতা নিয়ে। এ এক পবিত্র নির্মল আনন্দ উৎসব। কিন্তু তা কী সবার ঘরে আসে? ধনী গরীবের চরম বৈষম্যে, মোবারক ঈদে গরীবের হাহাকারের আর্তনাদ শোনা যায়। ঈদকে মহিমান্বিত করতে যাকাত ফিতরা যথাযথভাবে আদায় হত, তাহলে সবার ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে যেত।
অন্যদিকে, লৌকিতার আনন্দ উৎসবে, ডিজিটাল আনন্দমেলায় আমাদের চিরায়ত সংস্কৃতি হারিয়ে যায়। হারিয়ে যাই আমরা। আনন্দ ছিনিয়ে নেয় অপসংস্কৃতি। ঈদের শিক্ষাও থেকে যায় অন্তরালে। ভেদাভেদ, মারামারি আগের চেয়ে আরো বাড়ে। চারদিকে বাড়ে মাতম। অশান্তির প্রচন্ডতায় দগ্ধ হই আমরা…।
পশ্চিম আকাশে ঈদের চাঁদ উদিত হয় তখন রোজাদারের মধ্যে যে আনন্দের ফল্গুধারা বয়ে যায় তার কোনো তুলনা হয় না। হাদিসে এসেছে, ‘রোজাদারের দুটি আনন্দ; একটি হচ্ছে, ঈদুল ফিতরের সময় (ইফতারির সময়ও বটে) এবং অন্যটি হচ্ছে, আল্লাহর সাথে দিদার লাভের সময়’। নবী স. ঈদুল ফিতর ও ঈদুল আযহাকে দুনিয়ার শ্রেষ্ঠ ঈদ হিসেবে ঘোষণা করেছেন।
সামাজিক অন্যায়-অসমতা দূর হোক। ধাঁধার বাধনে নীড় ছেড়া সংস্কৃতি ঘরে ফিরে আসুক। সাম্য-মৈত্রীর বন্ধনে ঈদ আসুক সবার ঘরে আনন্দের বারতা নিয়ে।
“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম„ ঈদ মোবারক।
মুহাম্মদ মুনতাসির আলী,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস