সিলেটে দিক পাল্টালো বিএনপি, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২১:৩৪,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ১৩০ বার পঠিতক’দিন ধরে সিলেটের রাজপথে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। ১০ দফা দাবিতে আন্দোলনে বিএনপি। করছে পদযাত্রা। গতকাল জেলা বিএনপি’র পক্ষ থেকে সিলেটে পদযাত্রা কর্মসূচির ডাক দেয়া হয়। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও
মহানগর আওয়ামী লীগের তরফ থেকে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। বিএনপি’র পদযাত্রাটি আওয়ামী লীগের সমাবেশস্থলের পাশ দিয়ে চৌহাট্টা হয়ে আম্বরখানা যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও নেয়া হয়েছিল। শুক্রবার রাতে সিলেট জেলা বিএনপি’র নেতারা তাদের পদযাত্রার রুট পরিবর্তন করে। বিএনপি নেতারা আওয়ামী লীগের সমাবেশস্থলের অদূরে জিন্দাবাজার পয়েন্ট হয়ে নাইওরপুল দিয়ে সুবহানীঘাটে গিয়ে তাদের কর্মসূচি সমাপ্ত করেন। এর আগে অবশ্য বিএনপি’র নেতারা তাদের পদযাত্রার গণজমায়েতস্থল রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করেন।
সকাল থেকে নগরের মোড়ে মোড়ে পুলিশের অবস্থান ছিল। দু’দলের কর্মসূচি চলা পর্যন্ত পুলিশ ছিল সতর্ক।
দেশকে মুক্ত করার বিকল্প নেই-খন্দকার মুক্তাদির: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এই সরকারের মতো নির্লজ্জ প্রাণী আল্লাহ আর সৃষ্টি করেন নি। আওয়ামী লীগ মিথ্যা কথায় পারদর্শী। আওয়ামী লীগের নিশিরাতের এক মন্ত্রী বাংলাদেশ-ভারতের সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্কের সঙ্গে তুলনা করেন, এই একই ব্যক্তি নিজেই বলছেন ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে ভারতের কাছে ধরনা দিয়েছেন। এই দেশ শান্তিপ্রিয় দেশ, এখানে কোনো উস্কানিতে কাজ হবে না। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে ভয়াবহ লুটপাট করা হয়েছে। তাই দেশকে বাঁচাতে হলে এই লুটেরাদের হাত থেকে দেশকে মুক্ত করার বিকল্প নেই। শনিবার বিকালে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ-গ্যাস-নিত্যপণ্যের মূল্য কমানো, দমন নিপীড়ন বন্ধ করা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির সূচনালগ্নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় কর্মসূচির শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা নুরুল হক। সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একদিকে ভয়াবহ লোডশোডিং অন্যদিকে বার বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি, দফায় দফায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দেশবাসী চরম বিপাকে পড়েছে। রিজার্ভ সংকটের কারণে পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না। সরকারের লাগামহীন লুটপাটের কারণেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এই লুটেরা সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামলে পালানোর রাস্তাও খুঁজে পাবেন না। এতে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন (চাকসু), সিলেট মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।
বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়- শফিকুর রহমান চৌধুরী: বাংলাদেশের মানুষকে শান্তিতে দেখলে বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দের গাত্রদাহ শুরু হয়। এটা তাদের স্বভাবে পরিণত হয়েছে। বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে কিন্তু বিএনপি-জামায়াত এটা মানতে চায় না। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেজোয়ান আহমদ, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মহানগর তাঁতী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নোমান আহমদ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস। সমাবেশের পূর্বে সদর উপজেলা আওয়ামী লীগ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন। manobjomen copy