পাকিস্তানে এক প্রশিক্ষণ কর্মশালার আলোচনায় শিশু নির্যাতন প্রসঙ্গ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:৫৯,অপরাহ্ন ১০ আগস্ট ২০২৩ | সংবাদটি ১৯৪ বার পঠিত
পাকিস্তানে শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় আলোচকরা জানিয়েছেন, দেশটিতে প্রতিদিন ১২টি শিশু যৌন হয়রানির শিকার হয়। জার্মান ভিত্তিক ‘অলাভজনক’ সংগঠন ফ্রিডরিচ নম্যান ফাউন্ডেশন (এফএনএফ) রোববার ওই সেশনের আয়োজন করে।
ডন জানিয়েছে, এফএনএফ পাকিস্তান থেকে বক্তারা একটি বিবৃতিতে জানান, ২০২২ সালে দেশটিতে ৪ হাজার ২৫৩ শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি।
কর্মশালায় জানানো হয়, শিশুদের অধিকার প্রচার ও সুরক্ষার দায়িত্ব রাষ্ট্র, শিক্ষক, সমাজকর্মী, আইনজীবী, ছাত্র, সাংবাদিক এবং বিভিন্ন প্রাসঙ্গিক সংস্থার প্রতিনিধিদের। এফএনএফ পাকিস্তান ইউনিটের নেতা মোহাম্মদ আনোয়ারের মতে, যৌন নির্যাতনের লক্ষণগুলোর মধ্যে রয়েছে দুঃস্বপ্ন, বিষণ্ণতা, অস্বাভাবিক ভয়, পালানোর প্রচেষ্টা এবং যৌন আচরণের উত্থান, যেগুলো শিশুর বয়সের জন্য ভয়ঙ্করভাবে অনুপযুক্ত।
আনোয়ারের পর্যবেক্ষণ, নির্যাতনের শিকার ৫০ শতাংশ শিশু নির্যাতনকারীদের চিনে থাকেন, যারা কোনো শ্রেণি, বর্ণ, ধর্ম বা জাতির পারে। অপরাধী পুরুষ, মহিলা, শিশু, ভুক্তভোগীর স্বজন বা সম্পূর্ণ অপরিচিত কেউও হতে পারে।
সূত্র: এএনআই