ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৩:২৯,অপরাহ্ন ১৮ আগস্ট ২০২৩ | সংবাদটি ২২৩ বার পঠিতআমেরিকান পররাস্ট্র দপ্তরের আর্থিক সহযোগিতায় এবং ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষার্থীদের অভিষেক অনুষ্ঠান ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের সাথে সম্পন্ন হয়েছে। আজ ১৬ আগস্ট, বুধবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাস্ট্রদূত পিটার হাস।
তিনি তার বক্তব্যে এক্সেস প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ইংরেজি এখন পুরো পৃথিবীকে এক সুঁতোয় গেঁথেছে। তাই শিক্ষার্থীদের আধুনিক সময়ের সাথে খাপ খাইয়ে চলতে হলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জন, নেতৃত্বগুনের বিকাশ এবং ক্যারিয়ার নিয়ে উন্নত ভাবনার সুযোগ করে দেয়। অনুষ্ঠানে বাংলাদেশে ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম বাস্তবায়নকারী সংস্থা জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এবং ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টারের দেড় শতাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবক অংশ নেন।
বুধবার বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আবুল কাশেম মিয়।
এক্সেস শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেটের শিক্ষার্থী অর্পিতা অমি, সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জিস্ট, ঢাকার শিক্ষার্থী মুসকান আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকান দূতাবাস ঢাকার পাবলিক এফেয়ার্স কাউন্সিলর স্টিফেন আইবেলি, পাবলিক ইনগেজমেন্ট ডেপুটি ডিরেক্টর ব্র্যান ফ্লেনিগান, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম লিড শাওন কর্মকার, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো অর্ডিনেটর রুবাইয়াত তাসমিয়া, জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও বিপ্লব দেব, ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টারের পরিচালক জাবেদ হায়দার করিম, ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম, সিলেটের কো অর্ডিনেটর প্রণবকান্তি দেব এবং জিস্ট, ঢাকার কো অর্ডিনেটর রাজারাম পাল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে এক্সেস প্রোগ্রামের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
এক্সেসের শিক্ষক সারাহ মেহনাজ এবং হাসান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে মনিপুরী নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় ঢাকা,সিলেট এবং চট্রগ্রামের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠান