আগ্নেয়াস্ত্র ও গান পাউডারসহ র্যাবের হাতে আটক ১

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:৪৯,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩২৬ বার পঠিতবেনাপোলে ৩টি বিদেশি পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন ও এক কেজি গান পাউডারসহ আসলাম হোসেন শিমুল (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় তার বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুঁড়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত শিমুল বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে।
র্যাব-৬ এর এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুঁড়ে ৩টি বিদেশি পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন ও এক কেজি গান পাউডার উদ্ধার করা হয়।
তদন্তের স্বার্থে তাকে যশোর র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।