হালট্রিপের এজেন্টদের ভার্চুয়াল ক্রেডিট কার্ড দেবে ইবিএল
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩২:২২,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৯ | সংবাদটি ৫২৩ বার পঠিত
অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপের (haltrip.com) এজেন্টদের ভার্চুয়াল ক্রেডিট কার্ড দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। গতকাল সোমবার এ বিষয়ে হালট্রিপ ও ইবিএলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী হালট্রিপের যে কোন এজেন্ট ইবিএল ডিনারস ক্লাব ক্রেডিট কার্ডের নিয়ম অনুযায়ী বিনা জামানতে ১০ লাখ পর্যন্ত ক্রেডিট সুবিধা পাবেন। এছাড়া জামানত সাপেক্ষে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট পাওয়ার সুযোগও রয়েছে।
ভার্চুয়াল ক্রেডিট কার্ডের মাধ্যমে এজেন্টরা শুধুমাত্র হালট্রিপ থেকে এয়ার টিকিট বুকিং ও সংগ্রহ করতে পারবেন। শর্ত সাপেক্ষে এই টাকা সর্বনিম্ন ১৫ দিন এবং সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে পরিশোধের সুযোগ পাওয়া যাবে।
ভার্চুয়াল ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারগুলোতে ফোন করা যাবে বলেও জানানো হয়েছে। নাম্বারগুলো হলো- ০১৭০৮৮০৭১৫৮, ০১৭০৮৮০৭১৪০, ০১৭০৮৮০৭১৪২, ০১৩১৩০৩৭২৫৬।