বড়লেখায় ছাত্র মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:৩৯,অপরাহ্ন ১৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২৪ বার পঠিত
১৩ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় বড়লেখা মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা সভপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মনসুরুল আলম মনসুর।
উপজেলা সেক্রেটারি কামরুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, সাবেক জেলা সভাপতি এম.এম. আতিকুর রহমান, মুহাম্মদ খায়রুল ইসলাম, শাবিপ্রবি শাখার সাবেক সভাপতি খসরুল আলম, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন, সাবেক উপজেলা সভাপতি মনসুর আহমদ, মুহাম্মদ আব্দুল করিম, প্রমুখ।
আরো উপস্থিতি ছিলেন- আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা বশির আহমদ, আব্দুল মুকিদ প্রমুখ।