ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজছাত্রের মৃত্যু
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:২৭:১৫,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৬৮ বার পঠিত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান বুলু খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মাগুরা জেলার শক্রজিৎপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র সুমন বাশার রাজু (২২) গত ১২ আগস্ট ঈদের দিন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন। আজ সকাল পৌনে ১০টার দিকে তিনি মারা যান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৬ জন। এ নিয়ে হাসপাতালটিতে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৪৩ জনে দাঁড়িয়েছে।